অভিনয় শিল্পী সংঘের সভাপতি পদে আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক পদে রওনক হাসান নির্বাচিত হয়েছেন। ৪৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন নাসিম। অন্যদিকে রওনক পেয়েছেন ৪২১ ভোট।
টিভি নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের ভোট গ্রহণ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন যথাক্রমে আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু। নাজনীন হাসান চুমকি ও জামিল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন, দফতর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুনুর রহমান অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন হাফিজুর রহমান, সূচনা সিকদার, আইনূন পুতুল, শামস সুমন, আশরাফুল আশীষ, তানভীর মাসুদ ও মাজনুন মিজান নির্বাচিত হয়েছেন।
ফলাফল পাওয়ার পর আহসান হাবিব নাসিম জানিয়েছেন, বিজয়ী এবং পরাজিত সকল শিল্পীদের নিয়ে তিনি এই শিল্পের উন্নয়নে কাজ করে যেতে চান। অন্যদিকে রওনক হাসান বলেছেন, কাজের মাধ্যমে সকল শিল্পীদের ভালোবাসার প্রতিদান দিতে চাই।
এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৮ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ।
Leave a reply