Site icon Jamuna Television

সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের হ্যাটট্রিক

ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, তার প্রতিদ্বন্ধী মিশা সওদাগর ১৪৮ ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনি ১৭৬ ভোট পেয়েছেন; সাধারণ সম্পাদকের পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬৩ ভোট পেয়ে নিপুন হেরেছেন।

সহ-সভাপতি পদে যথাক্রমে মনোয়ার হোসেন ডিপজল ২১৯ ভোট এবং রুবেল ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে জয় পেয়েছেন। আর শাহনূর সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী (২০৫ ভোট), দফতর ও প্রচার সম্পাদক পদে আরমান (২৩২ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন (২০৩ ভোট), কোষাধ্যক্ষ পদে আজাদ খান (১৯৩ ভোট) জয় পেয়েছেন।

কার্যকরী পরিষদের সদস্য পদে জয় পেয়েছেন যথাক্রমে ফেরদৌস আহমেদ, অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, মৌসুমী, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, রোজিনা ও সুচরিতা।

উল্লেখ্য, ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এ নির্বাচনের ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফেরদৌস আহমেদ। তার প্রাপ্ত ভোট ২৪০।  

শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে সন্ধ্যা ছয়টা দশ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যালট বক্স খোলা হলে এ নির্বাচনের ভোট গণনা শুরু হয়। গণনা শেষের পর শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ফল ঘোষণা করা হয়।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। তবে ৩৬৫টি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুইটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এক প্যানেলের নেতৃত্বে ছিলেন গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তাদের বিপরীতে ভিন্ন প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে লড়েছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন।

Exit mobile version