সাভার ও ধামরাইয়ে অভিযানের পরও বন্ধ হচ্ছে না অবৈধ সব ইটভাটা। অনেকের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে ভাটাগুলো। যদিও শীঘ্রই ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।
প্রতিবছরই কয়েকটি ইটভাটায় চলে প্রশাসনের এমন অভিযান। ফলাফল, যা ছিল তাই। অর্থাৎ অভিযানের পরও চালু থাকে প্রায় সব ভাটাই। গেল বছর ইটভাটা বন্ধ করতে হাইকোর্ট নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বরং সাভার ও ধামরাইয়ে প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছেই।
দুই উপজেলায় চার শতাধিক অবৈধ ইটভাটা থাকলে প্রতিবছর ১০/১২টিতে চালানো হয় অভিযান। বাকি ভাটাগুলোয় বিনা বাধায় চলে উৎপাদন। অনেকের অভিযোগ, মালিকদের সাথে প্রশাসনের কর্তাদের সমঝোতায় চলে সবকিছু।
লাগামহীনভাবে ভাটা চলার দায় কার? পরিবেশ অধিদফতর জানালো অসহায়ত্বের কথা। তবে ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম বললেন, অবৈধ ইটভাটাগুলো বন্ধ করতে অচিরেই নেয়া হবে ব্যবস্থা।
Leave a reply