শীতপ্রধান দেশের নজরকাড়া ফুল টিউলিপ। সেই ফুল ফুটছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দেশে খামার পর্যায়ে বিদেশি এ ফুল চাষ করছেন তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত ও দর্জিপাড়া এলাকার ৮ কৃষক। স্থানীয় কৃষকরা যেমন টিউলিপ চাষে আগ্রহী হচ্ছেন তেমনি তা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদেরও নজর কাড়ছে।
পশ্চিমের কোনো শীতপ্রধান দেশ নয়, সারি সারি টিউলিপ ফুটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীত মৌসুমে জেলার তাপমাত্রা টিউলিপ চাষের অনুকূলে থাকায় নিজেদের খামারে এ ফুল ফোটাচ্ছেন সারিয়ালজোত ও দর্জিপাড়া এলাকার ৮ কৃষক।
কৃষকদের জন্য নেদারল্যান্ডস থেকে ৬ প্রজাতির ৪০ হাজার টিউলিপ ফুলের চারা আনে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা। বাগান আলো করে বাহারি ফুল ফুটেছে বাল্ব রোপনের কুড়ি দিনের ভেতর। ভালো দাম পেলে আরও বড় পরিসরে চাষের স্বপ্ন তাদের।
বিদেশি এই ফুল দেখতে আগ্রহ বাড়ছে পর্যটকদের। টিকিট কেটে খামারে ঢুকছেন অনেকে। কিনছেন ফুল। কৃষকদের লাভের পাশাপাশি, টিউলিপকে পঞ্চগড়ের পর্যটনখাতে নতুন সংযোজন মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দেশে বাল্ব সংরক্ষণ করা গেলে উৎপাদন ব্যয় কমবে এমনটাই আশা করছেন তেঁতুলিয়ার কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
উৎপাদন খরচ অনুযায়ী বাজারে প্রতিটি ফুল ৯০ থেকে ১০০ টাকাতে বিক্রির কথা ভাবছেন কৃষকরা।
/এডব্লিউ
Leave a reply