Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত বলিভিয়া

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লাতিন দেশ বলিভিয়ার দক্ষিণাঞ্চল। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের।

দেশটিতে ক্ষতিগ্রস্ত ৬০ হাজারের বেশি পরিবার। পানিতে ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় একাধিক স্থানে তলিয়ে গেছে বাঁধ।

দেশটির সংবাদমাধ্যম জানোচ্ছে, টানা বৃষ্টির কারণে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। বৃষ্টিপাত আরও চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আট জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

/এডব্লিউ

Exit mobile version