Site icon Jamuna Television

হাসপাতালে লাগা আগুনে পুড়ে করোনা রোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুনে পুড়ে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২৯ জানুয়ারি) ভোর রাতে লাগা আগুনে পুড়ে মারা যান সন্ধ্যা মণ্ডল নামের এক কোভিড রোগী। রোগীর একজন আত্নীয় সর্বপ্রথম আগুন লাগার ব্যাপারটি বুঝতে পারেন। তারপর তিনিই বাকিদের ঘুম ভাঙান। এরপর হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন, পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীসহ অন্য কর্মীরা ঘুমিয়ে ছিলেন।

/এসএইচ

Exit mobile version