ছবি: সংগৃহীত
বিশ্বে প্রথমবারের মতো এইচআইভি টিকার পরীক্ষামূলক ট্রায়াল শুরু করলো যুক্তরাষ্ট্র। ট্রায়ালের প্রথম ধাপে ইতোমধ্যে বেছে নেয়া হয়েছে ৫৬ জন এইচআইভি নেগেটিভ স্বেচ্ছাসেবীকে। খবর রয়টার্সের।
শুক্রবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এমআরএনএ প্রযুক্তিতে তৈরি এখনও নাম না দেয়া টিকাটি প্রস্তুত করেছে মডার্না। বৃহস্পতিবারে দেয়া এক যৌথ বিবৃতিতে মডার্না ও ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভস (আএভিআই) এইচআইভির টিকার ট্রায়াল শুরু তথ্য নিশ্চিত করেছে। গত ৪০ বছর ধরেই এইডসের টিকা আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক গবেষকরা। এই প্রথম এক্ষেত্রে সাফল্য পেলেন তারা।
বৃহস্পতিবারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই টিকা মানবদেহে ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি বা বিএনএডি নামের এক বিশেষ অ্যান্টিবডি তৈরি করবে, যা মানবদেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করলে নিষ্ক্রিয় করে দেবে। টিকার ইমিউনোজেন এ কাজটি করবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এইডস নিয়ে এ পর্যন্ত যত গবেষণা হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে বিএনএডি এইচআইভিকে নিষ্ক্রিয় করতে সক্ষম। অন্যভাবে বলা যায়, মানবদেহে এইচআইভি সংক্রমণ ঠেকানোর প্রথম ধাপ বিএনএডি। তাই এ বিষয়টিকে মাথায় রেখেই নতুন এ টিকা তৈরি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আমরা আশা করছি, টিকাটি মূল এইচআইভি ও সবকটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কার্যকর হবে।
প্রসঙ্গত, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস একই সাথে রোগ ও রোগের লক্ষণসমষ্টি। এইচআইভি ভাইরাসের সংক্রমণ ঘটলে মানবদেহে একই সাথে বিভিন্ন রোগ ও রোগ লক্ষণ দেখা দেয়। এইচআইভি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আক্রমণ ও পুরোপুরি ধ্বংস করে। ফলে এইডসে আক্রান্ত রোগী খুব সহজেই বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হন এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হন।
উল্লেখ্য, এইচআইভি ভাইরাস অনিরাপদ যৌনতা, রক্ত সঞ্চালন, সিরিঞ্জের সূঁচের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এছাড়া, মায়ের মাধ্যমেও এইডসে আক্রান্ত হয় শিশুরা। সাহারা ও নিম্ন আফ্রিকার অঞ্চলগুলোতে এইডসের প্রকোপ সবচেয়ে বেশি। প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মারা যান এইডসে আক্রান্ত হয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বে এইডসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১০ লাখ মানুষ।
/এসএইচ
Leave a reply