Site icon Jamuna Television

ফতুল্লায় ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

নিহত আমানউল্লাহ (আমান)।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় আমানউল্লাহ (আমান) নামের এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় এ ঘটনা ঘটে। নিহত আমানউল্লাহ ঠাকুরগাঁওয়ের জৈবন নেসার ছেলে। মাসদাইর পাকাপুল এলাকায় আব্দুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া ছিলেন আমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় আমানকে একটি  ফার্মেসিতে গিয়ে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,  হাসপাতালে আনার আগেই আমান মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান  জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা কি কারণে তাকে ছুরিকাঘাত করল সেটি উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। 

/এসএইচ

Exit mobile version