
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক অজ্ঞাত যুবকের মুখ থেঁতলানো ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালীমান্দা এলাকায় একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। খুনি কিংবা খুনিরা ইট দিয়ে মুখ থেঁতলে মৃত্যু নিশ্চিত করে লাশটি ফেলে রেখে যায়। ঘটনার রহস্য অনুসন্ধান করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
/এডব্লিউ



Leave a reply