Site icon Jamuna Television

১০ সেনা সদস্য নিহত, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের দায় স্বীকার

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ১০ সেনা সদস্য নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন।

শুক্রবার (২৮ জানুয়ারি) হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। এর আগে কেচ জেলায় এক তল্লাশি চৌকিতে ১০ সেনা সদস্য নিহতের কথা জানায় দেশটির সেনাবাহিনী।

আরও পড়ুন: মায়ানমারের জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টিতে জাতিসংঘের আহ্বান

গত সপ্তাহে ইরানের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর চেক পয়েন্টে আকস্মিক হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের ছোড়া এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে প্রাণ হারান সেনাসদস্যরা। পাল্টা গোলাগুলিতে ঘটনাস্থলে নিহত হয় এক সন্ত্রাসী। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও ৩ জনকে। সেনাসদস্য নিহতের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন: বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত

Exit mobile version