Site icon Jamuna Television

অধিকাংশ ওমিক্রনে সংক্রমিতরা আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন: গবেষণা

ছবি: সংগৃহীত।

ওমিক্রনে সংক্রমিতদের দুই-তৃতীয়াংশ আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে বেরিয়ে এসেছে সাম্প্রতিক গবেষণায়। ইংল্যান্ডের করোনাভাইরাস বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিঅ্যাক্ট-এর গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যুক্তরাজ্যের ২০ লক্ষের বেশি মানুষকে নিয়ে এই গবেযণা চালানো হয়। সেখানে দেখা গেছে, আগে করোনা পজেটিভ হয়েছেন বা নিজের অজান্তেই উপসর্গহীন করেনায় আক্রান্ত হয়েছেন, তারা আবারও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।

এই সমীক্ষার উপর বিবিসির একটি প্রতিবেদনের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, বেশির ভাগ পুনঃসংক্রমণ ঘটেছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এমন পরিবার যেখানে শিশু রয়েছে বা একই ছাদের নিচে অনেক লোক বসবাস করেন সেখানেও ব্যাপক পুনঃসংক্রমণ ঘটেছে।

রিঅ্যাক্ট-এর গবেষণা অনুসারে, করোনায় সংক্রমিত হয়েছেন এমন অনেকে আবারও আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর আগেও পুনরায় সংক্রমণের বিষয়ে সতর্ক করেছিলেন। তাদের মতে, আপনি করোনার কোন রূপে আক্রান্ত হচ্ছেন তার থেকেও বেশি উদ্বেগের আপনি পুনঃসংক্রমিত হচ্ছেন কি না। আপনি যদি সম্প্রতিও ওমিক্রন সংক্রমণ থেকে সেরে ওঠেন, তবুও মাস্ক পরা বাধ্যতামূলক। কারণ ওমিক্রনের ক্ষেত্রে পুনরায় সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি।

আরও পড়ুন: তিন মাসের অন্ত্বঃসত্ত্বাকে নিয়োগ নয়, ভারতের সরকারি ব্যাংককে নারী কমিশনের নোটিশ

অন্য দিকে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুসারে, ওমিক্রনে সংক্রমিতদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা শুধুমাত্র ওমিক্রনকেই নয়, সবচেয়ে প্রচলিত ডেল্টাসহ অন্য রূপগুলির বিরুদ্ধেও লড়াই করতে পারে।

তবে বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, টিকাদান এখন পর্যন্ত কোভিডের বিরুদ্ধে সেরা অস্ত্র। টিকা নিলেই আপনি করোনায় আক্রান্ত হবেন না, এমনটা নয়। তবে সংক্রমণের তীব্রতা অনেকখানি কমবে এই বিষয়ে মোটামুটিভাবে একমত বেশির ভাগ বিশেষজ্ঞ।

এসজেড/

Exit mobile version