Site icon Jamuna Television

ঋণ খেলাপি হওয়া থেকে বাঁচতে রেকর্ড সুদে ঋণ নিলো পাকিস্তান

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন পাকিস্তানের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শওকত তারিন।

ঋণ খেলাপি হওয়া থেকে বাঁচতে রেকর্ড পরিমাণ সুদে ঋণ নিয়েছে পাকিস্তান। দেশটির রিজার্ভে ঋণ পরিশোধের মতো পর্যাপ্ত না থাকায়, ইসলামিক সুকুক বন্ডের মাধ্যমে রেকর্ড ৭.৯৫% সুদের হারে ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে দেশটি।

শনিবার (২৯ জানুয়ারি) আইএমএফ এর সাথে ৬ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির পর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়। প্রতিবেদন অনুযায়ী, বড় বৈদেশিক ঋণগুলো পরিশোধের আগে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেই এ ঋণ নিতে হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের ইতিহাসে ইসলামিক বন্ডে নেয়া ঋণের এটিই সর্বোচ্চ সুদের হার। ঋণের বিনিময়ে ৭ বছরের জন্য লাহোর-ইসলামাবাদ মোটরওয়ের একটি অংশ বন্ধক রেখেছে পাকিস্তান। বিখ্যাত এ মোটরওয়েটি ৯০ এর দশকে তৈরির পর থেকেই আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে ঋণ সংগ্রহ করতে পাকিস্তান এটিকে ব্যবহার করছে।

প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেড় মাস আগে সৌদি আরব থেকে ঋণ নেয়া ৩ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ২ বিলিয়ন ডলারই খরচ হয়ে গেছে। এরপর আবারও সরকারকে অর্থের জন্য আন্তর্জাতিক পুঁজিবাজারের দ্বারস্থ হতে হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের ফরেন রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

প্রসঙ্গত, ইসলামিক সুকুক বন্ড ও ট্রেডিশনাল ইউরোবন্ডের মধ্যে পার্থক্য হলো, ঋণগ্রহীতাকে ইসলামি সুকুক ঋণের বিনিময়ে একই পরিমাণ সম্পত্তির মালিকানা দিতে হবে। যেখানে ইউরোবন্ডে ঋণ ভিত্তিক অর্থ দেয়া হয়। ইসলামিক সুকুক বন্ডের সুদের হার কম কিন্তু পাকিস্তান সরকার এতেও রেকর্ড হারে সুদ দিতে যাচ্ছে।


/এসএইচ

Exit mobile version