Site icon Jamuna Television

ভারতকে হারানোর আশা নিয়ে কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ

এমন দৃশ্যের পুনরাবৃত্তি আবারও ঘটাতে চায় টাইগার যুবারা। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতকে হারানোর আশা নিয়ে আর কিছুক্ষণ পর খেলতে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের শুরুটা খারাপ হলেও শেষ দুই ম্যাচে জয় থেকে আত্মবিশ্বাস নিয়ে ভারতকে হারাতে চান বাংলাদেশ দলপতি রকিবুল হাসান। সেই লড়াইয়ে গেল বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি। সেই সাথে, গেল মাসের এশিয়া কাপ ও ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলা থেকেও প্রতিপক্ষের সক্ষমতা ও দুর্বলতা খুঁজে বের করার বিশ্লেষণী কাজগুলো লড়াইয়ের ময়দানে শক্তি জোগাবে টাইগার যুবাদের।

বাংলাদেশ অধিনায়ক রকিবুল হাসান বলেন, ভারতের শক্তি এবং দুর্বলতার দিকগুলো আমরা ভালোই জানি। সেসবের সাথে আমাদের যে পরিকল্পনা আছে, তা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি তবে দিনশেষে ভালো ফলাফল নিয়ে আসতে পারবো বলে আশা করছি।

আরও পড়ুন: পাকিস্তানকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া

Exit mobile version