Site icon Jamuna Television

ঊর্ধ্বমুখী প্রবাসী আয়ে হঠাৎ ছন্দপতন, ৬ মাসে কমেছে ২৬ শতাংশের বেশি

করোনায় বাড়তে থাকা প্রবাসী আয়ে দেখা দিয়েছে ছন্দপতন। অর্থবছরের প্রথম ৬ মাসে আয় কমেছে ২৬ শতাংশের ওপরে। বিদেশে কর্মসংস্থান কমে যাওয়ার পাশাপাশি হুন্ডির কারণে রেমিট্যান্স কমতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত নন তারা। বাংলাদেশ ব্যাংক বলছে, হুন্ডি নিরুৎসাহিত করতে প্রণোদনা বাড়িয়েছে সরকার। বিদেশে কর্মী পাঠানোর হার বৃদ্ধি পাওয়ায় প্রবাসী আয়ও ঘুরে দাঁড়াবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের।

আশঙ্কা থাকলেও করোনাকালে বাড়ছিল প্রবাসী আয়। গত অর্থবছর প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন সাড়ে ২৪ বিলিয়ন ডলারের বেশি, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। তবে প্রবাসী আয়ের সেই ঊর্ধ্বমুখী প্রবণতায় কিছুটা ছন্দপতন ঘটেছে। চলতি অর্থবছরের শুরু থেকে ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্স প্রবাহ। প্রথম ৬ মাসে এ খাত থেকে আয় এক হাজার ২৩ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় বাড়ছে দর্শনার্থীর আনাগোনা

বাংলাদেশ ব্যাংক বলছে, বৈধ পথে রেমিট্যান্স আনতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। বাড়তি প্রণোদানায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে আরও বেশি উৎসাহিত হবে। এখন বিদেশে কর্মী পাঠানোর যে ধারা চলছে, তা অব্যাহত থাকলে প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশা বাংলাদেশ ব্যাংকের।

এসজেড/

Exit mobile version