Site icon Jamuna Television

‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পেলেন বেনাপোল কাস্টম হাউজ কমিশনার

বেনাপোল প্রতিনিধি:

রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা আনায়নে মাঠ পর্যায়ে বিশেষ ভূমিকা রাখায় ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পেয়েছেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান। ওয়ার্ল্ড কাস্টমস ডে অনুষ্ঠানে গত বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

তার বিশেষ ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে কর্মস্পৃহা ও পেশাদারিত্ব বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

এসজেড/

Exit mobile version