Site icon Jamuna Television

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ফের জেব্রার মৃত্যু

জীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের একটি জেব্রার মৃত্যু হয়েছে। এনিয়ে ১১টি জেব্রার মারা গেছে।

শনিবার (২৯জানুয়ারি) দুপুরে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল।

প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির জানান, শনিবার সকালে জেব্রা পালের দু’টি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। অপর জেব্রাটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ টিম পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারির জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রা মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল।

আরও পড়ুন- ‘এমডিকে এফডিসিতে ঢুকতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে’

Exit mobile version