Site icon Jamuna Television

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত

টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে ভারত। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।

টুর্নামেন্টের শুরুটা খারাপ হলেও শেষ দুই ম্যাচে জয় থেকে আত্মবিশ্বাস নিয়ে ভারতকে হারাতে চান বাংলাদেশ দলপতি রকিবুল হাসান। সেই লড়াইয়ে গেল বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি। সেই সাথে, গেল মাসের এশিয়া কাপ ও ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলা থেকেও প্রতিপক্ষের সক্ষমতা ও দুর্বলতা খুঁজে বের করার বিশ্লেষণী কাজগুলো লড়াইয়ের ময়দানে শক্তি জোগাবে টাইগার যুবাদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লাহ, মো: ফাহিম, আরিফুল ইসলাম, মেহরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান (অধিনায়ক), আর মন্ডল।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ একাদশ: এ রঘুভানশি, হারনুর সিং, এসকে রাশিদ, ওয়াই ভি ঢুল, আর এ বাওয়া, সিদ্ধার্থ যাদব, কে এস টেম্বে, ডি বি বানা, হাঙারগেকার, অস্তোয়াল, রবি কুমার।

আরও পড়ুন: মেহেদী রানার দুর্দান্ত বোলিংয়ে খুলনাকে হারালো বরিশাল

Exit mobile version