Site icon Jamuna Television

৯ বছর বয়সেই গাড়ি-বাড়ির মালিক, আছে নিজস্ব বিমানও!

ছবি: সংগৃহীত

পুরো নাম মোহাম্মদ আওয়াল মুস্তাফা ওরফে মোমফা জুনিয়র। বয়স মাত্র ৯ বছর। নাইজেরিয়ার ছোট এই বালক বিপুল সম্পত্তির মালিক। এই ছোট বালককেই বিশ্বের কনিষ্ঠতম ধনকুবের হিসেবে দাবি করা হচ্ছে। দ্য সানের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আওয়াল মুস্তাফা তার বিলাসবহুল দৈনন্দিন জীবনের নানা কর্মকাণ্ডের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন। ইন্সটাগ্রামে মুস্তাফার অনুসারী ৩০ হাজারের বেশি।

আরও পড়ুন: প্রেমিকার জামিনের অর্থ সংগ্রহে খুন-ডাকাতি, বিষপ্রয়োগে প্রেমিকের মৃত্যু

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোটি কোটি টাকার মালিক এই বালক মাত্র ছয় বছর বয়সে নিজস্ব প্রাসাদের মালিক হন। বাবা ইসলামিয়া মোস্তাফার কাছ থেকে উপহার হিসেবে পায়। এছাড়া বিশ্বের নামকরা কোম্পানির সবচেয়ে দামি গাড়ি রয়েছে ৯ বছরের এই বালকের। গাড়ির তালিকায় আছে ফেরারি, ল্যাম্বরগিনি। আছে নিজস্ব বিমান। তাতে করেই নানা জায়গায় যাতায়াত করে। জানা যায়, নাইজেরিয়ায় বেশ জনপ্রিয় মোমফা জুনিয়রের বাবা মাল্টিমিলিনিয়র ইসলামিয়া মুস্তাফা ওরফে মোমফা।

/এনএএস

Exit mobile version