Site icon Jamuna Television

শিল্পী সমিতি নির্বাচন: প্রথমবার ভোট দিয়েছেন মেয়ে, তবে হেরেছেন বাবা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবার ভোট দেয়া প্রার্থনা ফারদিন দীঘি বাবাকে জেতাতে পারেনি। তার বাবা সুব্রত সহ-সম্পাদক পদে মিশা-জায়েদ প্যানেল থেকে লড়াই করেছেন এবারের তারকাদের ভোটে।

শুক্রবার ভোটের দিন দীঘি ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার বাবার বিজয়ের কথা বলেছিলেন। তার প্রত্যাশা ছিল, বাবা সুব্রত জিতবে। কিন্তু ফলাফল ঘোষণা হলে দেখা যায়, অভিনেতা সুব্রত হেরে গেছেন।

২০২২-২০২৪ মেয়াদের এ দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সম্পাদক পদে নায়ক সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, সুব্রত ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

আরও পড়ুন: ৩২ বছর পর ইলিয়াস কাঞ্চনের রাজকীয় প্রত্যাবর্তন

/এমএন

Exit mobile version