Site icon Jamuna Television

চট্টগ্রামের রানের পাহাড় অতিক্রম করতে লড়ছে সিলেট

ছবি: সংগৃহীত

সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২০৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর সেই রানের পাহাড় অতিক্রম করার জন্য ব্যাট করতে নেমেছে এখন সিলেট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লেন্ডল সিমন্সের উইকেট হারিয়ে ২ ওভারে ৯ রান সংগ্রহ করেছে সিলেট।

বিপিএলে আজ (২৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১২ বল খেলে মাত্র ৮ রান করে সোহাগ গাজির বলে ফেরেন চট্টগ্রামের ওপেনার কেনার লুইস। তবে তার আগেই আরেক ওপেনার উইল জ্যাকস মাঠে ঝড় বইয়ে দেন। তার ১৯ বলে ৫২ রানের টর্নেডোতে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। তবে তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন জ্যাকস। এরপর আফিফ হোসেন ও সাব্বির রহমানের ৪৭ রানের জুটিতে এগুতে থাকে তারা। ৩৮ রান করে আফিফ ফেরেন বোপারার বলে এবং ৩১ রান করা সাব্বিরকে ফেরান মোসাদ্দেক হোসেন।

তবে শেষদিকে বেনি হাউয়েলের ২১ বলে ৪১ এবং মেহেদী হাসান মিরাজের ৪ বলে ১৩ রানে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল পুঁজি পায় চট্টগ্রাম। আর এর মাধ্যমেই বিপিএলের চলতি আসর প্রথমবারের মতো দেখলো দুইশোর্ধ্ব ইনিংস।

আরও পড়ুন: বিপিএলের মাঝপথে পল নিক্সনের প্রস্থান, অধিনায়কত্ব হারালেন মিরাজ

Exit mobile version