Site icon Jamuna Television

নিপুনের আপিলে পুনরায় ভোট গণনা, যা হলো ফলাফল

নিপুন আক্তার।

নিপুনের আপিলে পুনরায় ভোট গণনা হয়েছে। তবে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ভোট গণনা শেষে জায়েদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আপিলের ফলাফল জানাবে আগামীকাল রোববার (৩০ জানুয়ারি)। এছাড়া নিপুন পুনরায় ভোট গণনা শেষে চলে যান, সাংবাদিকদের মুখোমুখি হননি।

প্রসঙ্গত, শিল্পী সমিতির ভোটের নির্বাচন কমিশনের ঘোষিত প্রথম ফলাফল মেনে নেয়নি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুন। এ অভিনেত্রী শনিবার (২৯ জানুয়ারি) শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডে লিখিতভাবে আবেদন জমা দিলে এদিন সন্ধ্যায় আবারও ভোট গণনা হয়।

শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি। সেই আপিলে ফের ভোট গণনা শেষে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

Exit mobile version