Site icon Jamuna Television

জিতেও মন ভালো নেই জায়েদ খানের, জানালেন মিশার সঙ্গে তার কেমন সম্পর্ক

জায়েদ খান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেলেও মন ভালো নেই জায়েদ খানের, এমনটা জানিয়েছেন এ অভিনেতা। এর কারণ হিসেবে বলেন, আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না। আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন। উনার জন্য আমার মন খারাপ।

শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করা জায়েদ খান জানিয়েছেন, মিশা সওদাগরের সঙ্গে তার আত্মার সম্পর্ক।

প্রসঙ্গত, শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খান ১৩ ভোটের ব্যবধানে জয় পান। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নিপুন পেয়েছেন ১৬৩ ভোট। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে শনিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল করেছিলেন নিপুন। সেই আপিলে ফের ভোট গণনা শেষে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

আর পড়ুন: শিল্পী সমিতির নির্বাচন: কে কত ভোট পেলো

Exit mobile version