Site icon Jamuna Television

এক সিনেমায় তিন সুপারস্টার! একসঙ্গে অভিনয়ে শাহরুখ, সালমান ও হৃত্বিক

ছবি: সংগৃহীত

এক সিনেমায় শাহরুখ খান, সলমন খান এবং হৃত্বিক রোশন! এই তিন তারকার অভিনিত ছবি দেখতে চলেছেন হিন্দি ছবির দর্শক। ৯০ দশকের তিন সুপারস্টার একই সঙ্গে একই পর্দায় অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে টিনসেল নগরীতে।

গুপ্তচরভিত্তিক গল্প নিয়ে ছবি বানাতে চলেছে যশরাজ ফিল্মস। তবে শিঘ্রই দর্শকদের সেই আশা পূরণ করবেন না প্রযোজনা সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া। হৃতিক রোশনের ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার পরে এই ছবির কাজে হাত দেবেন তিনি।

শাহরুখ-হৃত্বিক-সালমান নতুন কোনও চরিত্রে দেখা দেবেন না গুপ্তচরকেন্দ্রিক এই ছবিতে। তিন জনকেই দেখা যাবে, তাদের আগের চরিত্রে। ‘টাইগার’ ছবির ‘টাইগার’ হিসেবে দেখা দেবেন সালমান। ‘পাঠান’ ছবির ‘পাঠান’ হিসেবে অভিনয় করবেন শাহরুখ। এবং ‘ওয়ার’ এর ‘কবীর’ হয়ে আসবেন হৃত্বিক। এই তিন ছবির তিন গুপ্তচরই এক হবেন এই সিনেমায়।

বলিুড সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘মার্ভেল’এর ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ এর আমেজ দিতে চাইছেন বলি দর্শকদের। সে ভাবেই তিন চরিত্রকে মিলিয়ে দিতে চাচ্ছেন আদিত্য চোপড়া।

আরও পড়ুন- কানাডায় শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের খবর ফাঁস!

এনবি/

Exit mobile version