Site icon Jamuna Television

পরকীয়ার বাধা হওয়ায় ৭ বছরের ছেলেকে খুন

প্রতীকী ছবি

প্রেমিকের সাথে বিয়ে করায় বাধা ছিল ৭ বছরের ছেলে। তাই তাকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গোলাম সারোয়ার নামে ওই বালকের দেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) তার মা শেলি খাতুনকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

নিহত বালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা অন্য রাজ্যে শ্রমিকের কাজ করেন। সেই সুযোগে মা শেলি খাতুনের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে গ্রামে শ্রমিকের কাজ করতে আসা মো. মিকাইল নামে এক যুবকের। দিন কয়েক আগে মায়ের সাথে কামারতোড় গ্রামে মামাবাড়ি বেড়াতে গিয়েছিল গোলাম। মঙ্গলবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর পর পুলিশে নিখোঁজ ডায়েরি করে তার পরিবার।

আরও পড়ুন: পাবজি খেলতে বাধা দেয়ায় পরিবারের সবাইকে গুলি করে খুন করলো কিশোর

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তদন্তে নেমে প্রথমে মো. মিকাইলকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শিশুটিকে খুন করে মেলার মোড়ের কাছে একটি কবরস্থানে ফেলে দিয়েছে তারা। এর পরই বৃহস্পতিবার উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। শুক্রবার শিশুটির মাকে খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

/এনএএস

Exit mobile version