Site icon Jamuna Television

গম্ভীরের ফিফটিতে ১৬৬ রানের পুঁজি দিল্লির

গৌতম গম্ভীরের ব্যাটে ভর করে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেটে ১৬৬ রানের পুঁজি গড়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ৫৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন গম্ভীর।

রোববার পাঞ্জাবের ক্রিকেট এসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত খেলায় টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দিল্লি ডেয়ারডেভিলস। স্কোর বোর্ডে ১২ রান জমা করতেই সাজঘরে ফেরেন কলিন মুনরো (৪)। দ্বিতীয় উইকেটে গম্ভীরের সঙ্গে ৪২ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান আয়ার। মাত্র ১১ রানে ফেরেন তিনি। ভালো সঙ্গ দিতে পারেননি বিজয় শঙ্করও। তিনি ফেরেন ১৩ রানে। ভালো শুরুর পরও নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি রিশব পন্ট। ১৩ বলে ২৮ রান করে ফেরেন তিনি।

ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলে যাওয়া গম্ভীর ফেরেন ১৫ ওভার শেষে। রান আউটের ফাঁদে পড়ার আগে ৪২ বলে ৫৫ রান করেন এই ওপেনার। শেষ দিকে ক্রিস মরিসের ১৬ বলের গড়া ২৭ রানের লড়াকু ইনিংসে ৭ উইকেটে ১৬৬ রান তুলতে সক্ষম হয় দিল্লি।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version