Site icon Jamuna Television

উত্তর কোরিয়ায় মাসে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ছবি: সংগৃহীত

এক মাসেরও কম সময়ের মধ্যে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

রোববার (৩০ জানুয়ারি) সকালে পূর্ব উপকূলের দিকে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে বলে দাবি করে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে স্থানীয় সময় সকাল ৭ টা ৫২ মিনিটের দিকে ছোড়া হয় অন্তত একটি ব্যালিস্টিক মিসাইল।

চলতি মাসেই প্রদেশটি থেকে আরও দু’বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যার একটি হাইপারসনিক মিসাইল বলে দাবি করেছিল দেশটি। রোববার জাপান সরকারের তরফ থেকেও বলা হয়, সম্ভাব্য ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। দাবি করা হয়, ৮শ’ কিলোমিটার দূরত্বে ২ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে ক্ষেপণাস্ত্রটি।

প্রসঙ্গত, ২০১৭ সালে বন্ধ হওয়া দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা পরমাণু অস্ত্র কর্মসূচি আবারও শুরুর ইঙ্গিত দিয়েছে দেশটি।

আরও পড়ুন: ক্যানারি উপকূল থেকে ৮৬ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

Exit mobile version