Site icon Jamuna Television

ট্রায়োরেকে দলে ভেড়ালো বার্সা

ছবি: সংগৃহীত

উলভার হ্যাম্পটন থেকে উইঙ্গার অ্যাডামা ট্রায়োরেকে ধারে ডেরায় ভিড়িয়েছে বার্সেলোনা। চুক্তি অনুযায়ী মৌসুম শেষে বার্সেলোনা চাইলে পাকাপাকিভাবে ডেরায় ভেড়াতে পারবে এই স্প্যানিশ উইঙ্গারকে।

বার্সেলোনার অ্যাকাডেমি থেকে উঠে আসা ট্রায়োরে শৈশবের ক্লাবে ফিরতে নাকোচ করে দিয়েছে টটেনহ্যামের প্রস্তাব। ৮ বছর বয়সে কাতালান ক্লাবটির অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন ট্রায়োরে। মূল স্কোয়ার্ডে মাত্র একটি ম্যাচ খেলার পর ২০১৫ সালে ইংলিশ লিগে পাড়ি দেন এই উইঙ্গার।

শনিবার বার্সেলোনায় পৌঁছে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পর পুরনো ক্লাবে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

ইউএইচ/

Exit mobile version