Site icon Jamuna Television

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ছবি: সংগৃহীত

ইয়েমেনের মারিব প্রদেশে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ আরও ২৩ জন। ইয়েমেনের সরকার এবং মানবাধিকার সংস্থাগুলো এ হামলার নিন্দা জানিয়েছে। খবর আরব নিউজের।

দেশটির তথ্য, সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি বলেছেন, ইরান সমর্থিত মিলিশিয়ারা গত বুধবার রাতে মারিব বিমানবন্দরের পাশে মিসাইল হামলা চালায়। এতে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধের জন্য হুতিদের শাস্তি পেতে হবে বলে জানান তিনি।

এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট রোববার সকালে শাবওয়াহ প্রদেশের উসাইলান এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অনেক ভাড়াটে গেরিলা ও সন্ত্রাসী নিহত হয়েছে।

আরও পড়ুন: উত্তর কোরিয়ায় মাসে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইউএইচ/

Exit mobile version