Site icon Jamuna Television

কাশ্মিরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

ছবি: সংগৃহীত

ভারতশাসিত কাশ্মিরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক দুটি ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের কমান্ডার ছিলেন।

রোববার (৩০ জানুয়ারি) কাশ্মির পুলিশের বরাত দিয়ে এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কাশ্মিরের পুলওয়ামা ও বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

কাশ্মির পুলিশ টুইট করেছে, ‘গত ১২ ঘণ্টায় দুটি বন্দুকযুদ্ধে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও জইশ-ই-মোহাম্মদের পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে জইশ-ই-মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি ও এক পাকিস্তানি সন্ত্রাসী রয়েছে। এটা আমাদের জন্য একটা বড় সাফল্য।’
আরও পড়ুন: বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১
প্রসঙ্গত, লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহিদ ওয়ানি। ওই বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। ওই ঘটনার পর থেকে জাহিদকে খুঁজছিল ভারতের পুলিশ।

ইউএইচ/

Exit mobile version