Site icon Jamuna Television

ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন শুরু

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হল শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন আজ। এই সম্মেলনের মধ্য দিয়ে প্রায় ৬ বছর পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আবাসিক হল ইউনিট।

রোববার দুপুর ১২টায় টিএসসিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই সম্মেলন। যাতে যোগ দেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। সম্মেলনের পরে সাত দিনের মাঝে হলগুলো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির বর্তমান নেতৃত্ব।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল শাখা ছাত্রলীগের সম্মেলন হয় ২০১৬ সালে। এক বছর মেয়াদি এই কমিটি শেষ হয় ২০১৭ সালের ডিসেম্বরে। তবে চার বছর পার হলেও নতুন নেতৃত্ব নির্বাচন করতে পারেনি সংগঠনটি। ফলে এক ধরনের স্থবিরতা চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে।

দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় উৎসবের আমেজ লেগেছে হল ইউনিটগুলোয়। হলগুলোতে সাঁটানো হয়েছে সম্মেলনের বড় বড় ব্যানার। জাতীয় পতাকা ও দলীয় পতাকায় সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ইউএইচ/

Exit mobile version