Site icon Jamuna Television

পুলিশের সামনে কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার ভিডিও ভাইরাল

সপ্তম ধাপে কুমিল্লার দেবিদ্বার ও বুড়িচং উপজেলার ২৩ ইউনিয়নে নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে দেবিদ্বারের ধামতী ইউনিয়নের উত্তরপাড়ায় পুলিশের সামনেই প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ নিয়ে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ থাকা সত্ত্বেও তোয়াক্কা না করে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। ভয়ে ছোটাছুটি করছে আশপাশের লোকজন।

অবশ্য পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় আটক করা হয়েছে দুই জনকে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কাছ থেকে আদায় করা হয়েছে জরিমানা।

এসজেড/

Exit mobile version