Site icon Jamuna Television

গরুর সামনে প্রস্রাব করায় মারধর

প্রতীকী ছবি

গরুর সামনে প্রস্রাব করার অভিযোগে ভারতের মধ্যপ্রদেশের রাতলাম জেলার এক যুবককে মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ জানুয়ারি) মধ্যপ্রদেশ পুলিশ এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রদেশের মানাক চক থানার পুলিশ অভিযুক্ত বীরেন্দ্র রাঠোরকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গরুর সামনে প্রস্রাব করার অভিযোগ বীরেন্দ্র রাঠোর সাইফুদ্দিন পাতলিওয়ালাকে পেটান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

মানিক চক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শচিন দাবার বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ভুক্তভোগীকে খুঁজে বের করে। পরে ভুক্তভোগীর থানায় মামলা করার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গরুর সামনে প্রস্রাব করার অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী ক্ষমা চাচ্ছেন। এরপরও অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে একাধিকবার চড় মারছেন।

ইউএইচ/

Exit mobile version