Site icon Jamuna Television

নিলামে উঠছে শিলাইদহের দৃষ্টিনন্দন সেই কাঠের বাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বহুল আলোচিত দৃষ্টিনন্দন কাঠের বাড়িটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এর মালিক। আগামী ১২ ফেব্রুয়ারি নিলাম ডাকের দিন ধার্য করা হয়েছে। ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জমা দিয়ে নিলামে অংশগ্রহণ করতে হবে। প্রায় ১ কোটি টাকা দাম হাঁকানো হতে পারে বাড়িটির।

কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাছেই ১২ শতক জায়গার ওপর পাঁচ বছরের চেষ্টায় সত্তর লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছিল স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ জোয়ার্দার। বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শাল, কেরোসিন ও তালগাছের কাঠ। নিচতলায় রেস্টুরেন্ট আর অন্য তলাগুলোতে শোভা পাচ্ছে বাংলার ইতিহাসের নানা নিদর্শন।

আরও পড়ুন: চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ঝিনুকাকৃতির ইনডোর

২০১৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৩৫ ফুট উচ্চতার ৫ তলা কাঠের বাড়িটি। রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে বেড়াতে আসা অনেকেই আসছেন এখানে, মুগ্ধ হচ্ছেন নির্মাণ শৈলী দেখে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে বাড়িটি।

এসজেড/

Exit mobile version