Site icon Jamuna Television

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে রুকাইয়া ইসলাম মেঘলা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ। নিহত মেঘলা বিড়ালদহ গ্রামের আব্দুল রউব রতনের মেয়ে। রুকাইয়া বিড়ালহদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

নিহতের বড় বোন শুরমা জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে মেঘলা ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে ডাকাডাকি শুরু করে পরিবারের লোক। এতে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মেঘলার ঝুলন্ত মরদেহ দেখতে পান শুরমার স্বামী মাসুম।

আরও পড়ুন: পুলিশের সামনে কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার ভিডিও ভাইরাল

পুঠিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসজেড/

Exit mobile version