Site icon Jamuna Television

জনসভায় নাচলেন ট্রাম্প

দীর্ঘদিন পর জনসম্মুখে দেখা গেলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শনিবার (২৯ জানুয়ারি) টেক্সাসের এক জনসভায় যোগ দেন তিনি। এসময় গানের তালে নেচে সমর্থকদের উৎসাহ যোগাতে দেখা গেছে তাকে।

টেক্সাসের ওই জনসভায় বর্তমান সরকারের নিন্দা-সমালোচনা করেই পুরোটা সময় কাটান ট্রাম্প। তার অভিযোগ, বাইডেনের অযোগ্যতা মার্কিনিদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তবে পুরোটা সময়ই খোশমেজাজে ছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রতিশ্রুতি দেন, পরেরবার ক্ষমতায় এলে ক্যাপিটল হিলে শাস্তিপ্রাপ্ত হামলাকারীদের ক্ষমা করবেন।

/এডব্লিউ

Exit mobile version