Site icon Jamuna Television

বিরোধী দলকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে: নানক

ফাইল ছবি।

আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। দেশে বিরোধী দল করতে হলে তাকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, জামায়াত এবং স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামী লীগের কোনো আপস হতে পারে না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুতি নিতে হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলনে ছাত্রলীগের কর্মীদের উদ্দেশে এমনই আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় নেতারা বলেন, ছাত্রলীগকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংগঠনটির কর্মীদের আত্মিক বন্ধন তৈরি করতে হবে। দেশের উন্নয়নের বিরুদ্ধে নতুন আরও ষড়যন্ত্র তৈরি হবে, সেই পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

আরও পড়ুন: বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আ. লীগের বিরুদ্ধে কখনো আদালতে যাবো না: মেয়র জাহাঙ্গীর

Exit mobile version