Site icon Jamuna Television

আমি হারিনি, হেরেছে গোটা বাংলাদেশ: নিপুন

সংবাদ সম্মেলনে কথা বলছেন নিপুন।

সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হওয়া প্রার্থী নিপুন বলেছেন, ‘আমি হারিনি, হেরেছে গোটা বাংলাদেশ।’ রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরবর্তী ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নিপুন সংবাদ সম্মেলনে আরও দাবি করেন, জায়েদ খান, এফডিসির এমডি এবং এই ভোটের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন একই চক্রের সদস্য।

Exit mobile version