Site icon Jamuna Television

ঝিনাইদহ জেলা কারাগারে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা

ঝিনাইদহ জেলা কারাগারে যৌতুক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মফিজ উদ্দিন নামের এক কয়েদি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৩০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রীর করা যৌতুক মামলায় ৫ বছরের সাজা হয়। ২১ জানুয়ারি আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করে। আজ সকাল সাড়ে ১১ টায় আসামি বাথরুমের গ্রিলে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে কারারক্ষীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আ. লীগের বিরুদ্ধে কখনো আদালতে যাবো না: মেয়র জাহাঙ্গীর

লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার কারণ অনুসন্ধান চলছে বলে জানান কারাকর্তৃপক্ষ।

/এনএএস

Exit mobile version