Site icon Jamuna Television

নিপুনের অভিযোগ: চুমুর প্রসঙ্গে মুখ খুলেছেন পীরজাদা হারুন

সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন চিত্রনায়িকা নিপুনের অভিযোগের বিষয়ে বলেছেন, মজা করেছি। আর তা সবার সামনে নিয়ে আসা নিপুনের ঠিক হয়নি।

আরও পড়ুন: উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চেয়েছে: নিপুন

পীরজাদা হারুন নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে প্রশ্ন তোলেন, প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয়?

এর আগে, রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরবর্তী ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল আয়োজিত সংবাদ সম্মেলনে নিপুন দাবি করেন, ভোটের দিন গত শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন তার কাছ থেকে দুই গালে দুইটি কিস চেয়েছেন। আরও বলেন, পীরজাদা কিস চাওয়ার সময় আরও দুই নারী প্রার্থী উপস্থিত ছিলেন; তারা হলেন জেসমিন ও শাহনুর।

আরও পড়ুন: স্ক্রিনশট দেখালেন নিপুন, জায়েদের দাবি ‘সুপার এডিটেড’

Exit mobile version