Site icon Jamuna Television

টানা দুর্যোগে গৃহহীন ব্রাজিলের পাঁচ লাখ পরিবার, নিহত অন্তত ১৯

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে বন্যা-ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১৯ জন। কয়েকদিনের দুর্যোগে গৃহহীন হয়েছে পাঁচ লাখের বেশি পরিবার।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফ্রাংকো দা রোো এলাকা। সেখানকার একটি বাড়ি ধসে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ সদস্য। কাদামাটির নিচে চাপা পড়া পরিবারের বাকি চার জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের দাবি, বন্যার পানিতে ভেসে গেছেন অনেকে। তাই নিখোঁজের সঠিক সংখ্যাটি এখনই জানানো যাচ্ছে না। তবে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

হেলিকপ্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের কাছে দুই কোটি ৮০ লাখ ডলারের জরুরি সহযোগিতা চেয়েছেন রাজ্য প্রশাসন।

/এডব্লিউ

Exit mobile version