Site icon Jamuna Television

দেশজুড়ে ২১৭ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে ইভিএমে

ষষ্ঠ ধাপে সারাদশে ২১৭টি ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তীব্র শীত উপেক্ষা করেও সকালে থেকে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। ষষ্ঠ ধাপের নির্বাচনে সবগুলো ইউনিয়ন পরিষদেই ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন, ইভিএমএ ভোট নেয়া হচ্ছে। নির্বাচনি সহিংসতা এড়াতে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইভিএমে সমস্যা হওয়ায় এক ঘণ্টা পর শুরু হয় ভোটগ্রহণ। এছাড়া, হাইকোর্টের নির্দেশে জামালপুরের দেওয়ানগঞ্জে পার-রামরামপুর ও দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version