Site icon Jamuna Television

মিসরে মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ড দিলেন মিসরের আদালত। রোববারের সিদ্ধান্তটি অনুমোদনের জন্য ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে যাবে। আগামী ১৯ জুন আদালত শোনাবেন চূড়ান্ত রায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পুলিশের ওপর হামলা এবং অসন্তোষ ছড়ানোর দায়ে তারা পেয়েছেন এই শাস্তি। বলা হয়, দণ্ডপ্রাপ্তদের ৯ জন বর্তমানে কারাভোগ করছেন। বাকি একজন পলাতক।

শুনানিতে বলা হয়, অভিযুক্তরা ‘হেলাওয়ান ব্রিগেড’ নামে একটি গ্রুপ গড়ে তোলে। সরকার উৎখাতে কায়রো পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের।

মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে, গেলো বছর চীন-ইরানের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মিসরে। ২০১৩ সালে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ব্যাপক দমন-পীড়ন চালান মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
আরও পড়ুন: ইয়েমেন যুদ্ধে নিহত হুতিদের ১০ হাজার শিশু সেনা
ইউএইচ/

Exit mobile version