Site icon Jamuna Television

কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বর্ষপূর্তিতে শুভেচ্ছা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সংগৃহীত ছবি।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সোমবার (৩১ জানুয়ারি) ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানায়।

লিখিত শুভেচ্ছাবার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে জানান, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া।

দুই দেশের জনগণ ৫০ বছর ধরে বন্ধুত্ব উপভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। দেশদুটির জনগণ ক্রিকেট খেলা পছন্দ করে উল্লেখ করে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক গড়তে প্রস্তুত।

এছাড়া দেশদুটি আগামীতে বাণিজ্য, অর্থনীতি ও সামরিক সহযোগিতা বাড়াতে কাজ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া।

/এডব্লিউ

Exit mobile version