Site icon Jamuna Television

হাসপাতালে বেড়েছে করোনা রোগীর চাপ

করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে টেস্ট করাতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শরীর ব্যথার কথা বলছেন রোগীরা।

তবে অন্য রোগের চিকিৎসার ক্ষেত্রে করোনা টেস্ট করাতে বলায় সাধারণ রোগীরাও দীর্ঘ সারিতে দাঁড়িয়ে করোনা পরীক্ষা করাচ্ছেন। এক্ষেত্রে করোনার জন্য টেস্ট করাতে আসা রোগীদের আলাদা ব্যবস্থার দাবি স্বজনদের।

/এডব্লিউ

Exit mobile version