Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার করোনা পরীক্ষায় করোনা পজেটিভ হন তিনি। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুসারে বাসায় রয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মোহাম্মদ ইবনে কাসেম জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে বাসায় রয়েছেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার শারীরিক তেমন কোনো সমস্যা নেই।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর করোনা পরীক্ষা করানো হয়। ওই দিনই মন্ত্রিপরিষদ সচিব ইসলামের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে কর্মরতদের মধ্যে ৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এবং ৬৪ জনেরই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২০ জন কর্মকর্তা বাকিরা সবাই কর্মচারী।

/এডব্লিউ

Exit mobile version