Site icon Jamuna Television

প্রেম করছেন সালমান খান, নিজেই দিলেন ইঙ্গিত!

ছবি: সংগৃহীত।

বিদেশিনী লুলিয়া ভন্তুরের সাথে সালমান খানের প্রেমের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। সালমানের ফার্ম হাউজেও বহুবার দেখা গেছে তাকে। এনিয়ে এখনো নিজের মুখে কিছু স্বীকার করেননি সালমান। তবে এবার মুখ ফসকে হলেও তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি রিয়েলিটি শো বিগবস এ প্রতিযোগী অভিনেত্রী শেহনাজ গিল সালমানকে বলেন, সিঙ্গেল হিসেবেই আপনাকে ভালো দেখায়। জবাবে ৫২ বছরের অভিনেতা বলে বসেন, যখন সিঙ্গেল হবো, আরও ভালো দেখাবে! আর তাতেই ফের নতুন করে চর্চায় সলমন-লুলিয়ার সমীকরণ। অনেকেই বলছেন, সালমান নিজেই স্বীকার করছেন তিনি সিঙ্গেল নন। অর্থাৎ নাম না করেই সম্ভবত লুলিয়ার সঙ্গে সম্পর্কের কথা ইঙ্গিত দিয়ে দিলেন অভিনেতা।

আরও পড়ুন: বিচ্ছেদের আট বছর পর অন্য নারীর সাথে হৃত্বিক, জড়ালেন নতুন সম্পর্কে!

রোমানিয়ান গায়িকা-অভিনেত্রী লুলিয়া সে দেশের এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে তুমুল জনপ্রিয়। ভারতের গায়ক গুরু রন্ধওয়ার সঙ্গে তার মিউজিক ভিডিও ‘ম্যায় চালা’ও তাকে পৌঁছে দিয়েছে খ্যাতির আলোয়। সেই ভিডিওতে কাজ করেছেন সালমান খান এবং প্রজ্ঞা জয়সওয়াল। সেটিকে ঘিরেই সালমান-লুলিয়ার প্রেমের চর্চা ওঠে তুঙ্গে। অবশেষে কি সেই প্রেমের কথাই স্বীকার করলেন সালমান?

এসজেড/

Exit mobile version