Site icon Jamuna Television

আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও, বাবাকে ফোন করে ছ’তলা থেকে ঝাঁপ মডেলের!

ছবি: সংগৃহীত

নিজেকে শেষ করে দিতে চেয়ে হোটেলের ছয় তলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন রাজস্থানের যোধপুরের এক মডেল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উঠতি মডেল গুনগুন উপাধ্যায় শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরের একটি হোটেলে ফেরেন। ওই হোটেলের ছয় তলার বারান্দা থেকে তিনি ঝাঁপ দেন। ঝাঁপ দেয়ার আগে তিনি বাবাকে ফোনও করেন। ফোন করে বলেন, ‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও।’ এরপরই তিনি বারান্দা থেকে ঝাঁপ দেন।

গুনগুনের বাবা গণেশ উপাধ্যায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ওই হোটেলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে গুনগুন ঝাঁপ দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: বিয়ের ছ’মাসেই কোভিডে স্বামীর মৃত্যু, চিকিৎসার ৪০ লাখ টাকা ত্রাণ তহবিলে দিলেন তরুণী
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুনগুনের বুকে চোট রয়েছে। পায়ের হাড় ভেঙেছে। তার প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে টানা রক্ত দিতে হচ্ছে। তবে কেনো সে এই পদক্ষেপ নিলো, তা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এখনও গুনগুন কিছু বলার অবস্থায় নেই। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানা যাবে।

ইউএইচ/

Exit mobile version