Site icon Jamuna Television

ইংল্যান্ডকে হারিয়ে উইন্ডিজের সিরিজ জয়

৫ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়ে ৩-২ এ সিরিজ জিতলো উইইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তোলে সফরকারীরা। জবাবে ১৬২ রানে থামে স্বাগতিকরা।

ব্রিজটাউনে টস জিতে ব্যাটিংয়ে নামে উইন্ডিজকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মায়ার্স জুটি। মায়ার্স ৩১ আর কিং করেন ৩৪। শেষ দিকে অধিনাক কাইরন পোলার্ডের ৪১ এর সাথে রভম্যান পাওয়েলের ৩৫ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা।

জবাবে আকিল হোসেন ও জেসন হোল্ডারের বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে ইংলিশরা। জেমস ভিন্সের ৫৫ আর স্যাম বিলিংসের ৪১ ছাড়া বলার মত কেউ স্কোর করতে না পারলে জয় থেকে ১৭ রান আগে থামে স্বাগতিকরা।

শেষ ওভারে হ্যাটট্রিকসহ ৪ হোল্ডার ৫ আর ৪ উইকেট শিকার করেন আকিল হোসেন।

/এডব্লিউ

Exit mobile version