Site icon Jamuna Television

ভারতে ইলেক্ট্রিক বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১২

ছবি: সংগৃহীত।

ভারতে একটি ইলেক্ট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ সময় বাসটি পথচারী ও পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত আরও ১২ জন।

সোমবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। আহতদের সাথে সাথেই নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। তবে পালিয়ে যায় বাস চালক। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: এক বাড়িতে ৮ স্ত্রীকে নিয়ে সংসার!

এদিকে, এঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। টুইট বার্তায় তিনি বলেন, কানপুরের সড়ক দুর্ঘটনার খবর জেনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

এসজেড/

Exit mobile version