Site icon Jamuna Television

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্থানীয়দের মানববন্ধন

বরখাস্তকৃত ওসি প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজারের আদালত চত্বরে মানববন্ধন করেছেন টেকনাফের সর্বস্তরের জনগণ। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে এ মানববন্ধন করছেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিদের অভিযোগ, ওসি প্রদীপ টেকনাফে থাকাকালে নিরীহ লোকজনকে হয়রানি ও নির্যাতন করেছেন। ক্রসফায়ার দিয়েছেন ১৪৪ জন নিরীহ মানুষকে। সিনহা হত্যা মামলার রায়ে প্রদীপের সর্বোচ্চ সাজার দাবি জানান তারা।

আরও পড়ুন: সিনহা হত্যা মামলার রায় সোমবার

কর্মসূচিতে অংশ নিয়ে কক্সবাজারের স্থানীয় সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের মা হালিমা খাতুন বলেন, তার ছেলের বিরুদ্ধে ৬টি মামলা দিয়েছে ওসি প্রদীপ। হয়রানি-নির্যাতন করেছে বহু নিরীহ মানুষকে।

এসজেড/

Exit mobile version